+88 01920-411211
support@akhlakacademy.com

শিক্ষার চিত্র এবং আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

সাম্প্রতিক কিছু তথ্য দিয়ে শুরু করছি,

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এক প্রতিবেদন অনুযায়ী, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৮টি দেশের মধ্যে ‌উচ্চশিক্ষিত বেকারত্বের দিক থেকে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। – বিবিসি বাংলা, ফেব্রুয়ারি ০৪, ২০২২ (t.ly/8xbR)

সরকারি সংস্থা বিআইডিএসের তথ্য অনুযায়ী, দেশে শিক্ষিত মানুষের মধ্যেই বেকারের হার বেশি। ৪৭ শতাংশ শিক্ষিতই বেকার। – প্রথম আলো, জুলাই ২৯, ২০২২ (t.ly/AzKL) 

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “সম্প্রতি প্রকাশিত এক জরিপ বলছে, দেশে ৪৭ শতাংশ শিক্ষিতই বেকার। যার বড় কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে অর্জিত জ্ঞান দিয়ে কাজে যোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা যাচ্ছে না।” – ডেইলি স্টার, অগাস্ট ১২, ২০২২ (t.ly/IDkJE)

শিক্ষিত বেকারত্বের হার কেন এতো বেশি? – এর কারণ আমরা কমবেশি সবাই জানি। তারপরেও আমরা আমাদের মতো করে বেকারত্বের কিছু কারণ উল্লেখ করছি…

  • যুগোপযোগী ও মানসম্মত শিক্ষার অভাব
  • যুগোপযোগী ও মানসম্মত শিক্ষাদান কৌশলের অভাব
  • শিক্ষার্থীর যুগোপযোগী স্কিল বা দক্ষতার অভাব
  • শিক্ষা গ্রহণে ও দক্ষতার উন্নয়নে (স্কিল ডেভলপমেন্ট) শিক্ষার্থীর দৃঢ়তা ও আন্তরিকতার অভাব
  • ক্যারিয়ার গঠণে সঠিক দিক নির্দেশনা ও পরিকল্পনার অভাব
  • কর্মসংস্থানের অভাব

আখলাক একাডেমি’র লক্ষ্য ও উদ্দেশ্যঃ

ব্যক্তিকে মানব সম্পদ হিসেবে গড়ে তোলাই আখলাক একাডেমি’র মূল লক্ষ্য।

  • আমরা প্রথমেই ভেরি ক্লিয়ারলি জানাতে চাই, বাস্তবতা হচ্ছে- মানব সম্পদ হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে সবচেয়ে বড় ভূমিকা নিজেকেই পালন করতে হবে। প্রথমেই আপনাকে দৃঢ় প্রত্যয়ী হতে হবে। ‘আমাকে পারতেই/করতেই হবে’ – এই মানসিকতা অর্জন করতে হবে। স্ট্রংলি দৃঢ়তা, একাগ্রতা, আন্তরিকতা নিয়ে হার্ড পরিশ্রম করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আপনি নিজে দৃঢ় প্রত্যয়ী না হলে হার্ভাড বা অক্সফোর্ডের মতো বিশ্ব সেরা ইউনিভার্সিটি এবং এসবের বিখ্যাত টিচারদের ককটেল করে খাওয়ালেও আপনাকে দিয়ে কিছুই হবেনা। তাই সফলতার জন্য সর্ব প্রথম দরকার আপনার Do or Die মেন্টালিটি।
  • এরপর নিজের ভালো লাগা, মেধা ও কর্ম বাজারে চাহিদার বিষয়টি বিবেচনা করে আপনাকে জীবনের গোল বা লক্ষ্য নির্ধারন করতে হবে। কোন্‌ সেক্টরে আপনি নিজেকে প্রতিষ্ঠিত (ক্যারিয়ার বিল্ড-আপ) করতে চান তা চুড়ান্ত করতে হবে।

    জীবনের লক্ষ্য অর্জনে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান ও ডেডিকেটেড মেন্টর আপনার জন্য জরুরী। বলতে একটুও দ্বিধা নেই, নতুন প্রতিষ্ঠান হিসেবে আমরাই সেরা এ দাবী আমরা করতে পারিনা। তবে ডেডিকেটেড সার্ভিস প্রদানের মাধ্যমে আমরা একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার স্বপ্ন দেখি।