+88 01920-411211
support@akhlakacademy.com

আসলেই কি ডিজিটাল মার্কেটিং সহজ?

প্রায়ই দেখি, অনেকেই বলেন, ডিজিটাল মার্কেটিং তুলনামূলকভাবে সহজ। যারা বলে তারা কেন, কি কারণে বলে, বুঝতে পারিনা। তারা ডিজিটাল মার্কেটিং বলতে কি বুঝে বা তাদের কাছে ডিজিটাল মার্কেটিং এর পরিধি কতোটুকু তা শুধু তারা এবং আল্লাহ পাকই ভালো জানেন। 

যারা ডিজিটাল মার্কেটিংকে সহজবোধ্য মনে করেন, তাদের কাছে আমার খুব জানতে ইচ্ছে করে, কোন দৃষ্টিভঙ্গিতে তারা এমনটি বলে থাকেন?

আবার অনেক বিজ্ঞ প্রশিক্ষনদাতা বলে থাকেন, খুব সহজেই ডিজিটাল মার্কেটিং-এ ক্যারিয়ার গড়ে তুলুন। তাদের কাছেও আমার জানতে ইচ্ছে করে, ডিজিটাল মার্কেটিং বলতে তারা কী বুঝাতে চান? আর ক্যারিয়ার বলতে তারা কী বুঝেন? নিশ্চয়ই রাত-দিন পরিশ্রম করে, ১০০০/১২০০ টাকা ইন্টারনেট-বিদ্যুৎ বিল দিয়ে ১০/১৫ হাজার টাকা ইনকাম করাকে ক্যারিয়ার বলেনা।

তথ্য-প্রযুক্তির যতগুলো সেক্টর আছে (যেমন- সফটওয়্যার ডেভলপমেন্ট, এপস ডেভলপমেন্ট, ওয়েব ডেভলপমেন্ট, ডাটাবেজ, নেটওয়ার্কিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ইত্যাদি) তন্মধ্যে সবচেয়ে বিশাল পরিধির সেক্টর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। 

ডিজিটাল মার্কেটিং এর প্রধান তিনটি সাব-সেক্টর হচ্ছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO),সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM), সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)। এছাড়াও ইমেইল মার্কেটিং, কনটেন্ট রাইটিং, এফিলিয়েট মার্কেটিং ইত্যাদি রয়েছে। প্রত্যেকটি সাব-সেক্টরের পরিধিও বিশাল।

ধরে নিচ্ছি, সব বাদ দিয়ে কেউ একজন শুধু সোস্যাল মিডিয়া মার্কেটার হিসেবে তার ক্যারিয়ার গঠন করবে। তাহলে তাকে ফেসবুক মার্কেটিং, লিংকডইন মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইউটিউভ মার্কেটিং ইত্যাদি শিখতে হবে।

তাও বাদ দিলাম। ধরে নিচ্ছি, কেউ একজন শুধু ফেসবুক মার্কেটিং শিখে আয়-উপার্জন করবে। কেউ যদি পরিপূর্ণভাবে শুধু ফেসবুক মার্কেটিং শিখতে চায়, দয়া করে ফেসবুকের নিজস্ব লার্নিং সেন্টার “ফেসবুকব্লুপ্রিন্ট” (https://www.facebook.com/business/learn/certification) – এ গিয়ে দেখে আসুন, কতোটা পথ আপনাকে পাড়ি দিতে হবে। মনে রাখবেন, ফেসবুকে শুধু বুস্ট করতে পারাকেই ফেসবুক মার্কেটিং বলেনা।

অনুরুপভাবে, গুগল গ্যারেজ থেকে যদি “ফান্ডামেন্টালস অব ডিজিটাল মার্কেটিং” (শুধুমাত্র মৌলিক বিষয়) এর কোর্স করতে চান সেখানে আপনাকে ২৬ টি মডিউলে প্রায় ১০৫ টি লেসন কমপ্লিট করতে হবে। মোদ্দাকথা, একজন পরিপূর্ণ ডিজিটাল মার্কেটার হিসেবে ক্যারিয়ার গঠন করতে চাইলে আপনাকে এক মহাসমুদ্র পাড়ি দিতে হবে।

বিনয় প্রকাশ নয়, যা বাস্তব এবং সত্য, আমি ১০+ বছর ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করি এবং গুগল, মাইক্রোসফট, এমাজন, হাবস্পটের সার্টিফাইট মার্কেটার হয়েও অনেক কিছুই জানার বাকি রয়ে গেছে। অজানার লিস্টটা কতো লম্বা তা শুধু আমিই জানি।

পৃথিবীতে টাকা-পয়সা উপার্জনের সহজ কোন পথ নেই। মনে রাখবেন, নূন্যতম সচ্ছলভাবে চলার মতো টাকা-পয়সা উপার্জনের জন্য আপনাকে যথেষ্ঠ ঘাম ঝড়াতে হবে। এর কোন বিকল্প নেই।

যারা আপনাকে সহজে-শর্টকাটে-স্বল্পসময়ে প্রতিষ্ঠার কথা বলবে, হয়তো ক্যারিয়ার বলতে কী বুঝায় তারা তা জানেনা, অথবা তারা আপনার সাথে প্রতারণা করছে।

আরেকটা কথা না বললেই নয়, আমি অনেক বড় এবং তথাকথিত ভালো প্রতিষ্ঠান/প্রশিক্ষককে দেখেছি, যারা স্টুডেন্ট কোর্স করতে গেলেই ভর্তি করিয়ে নেয়। তারা জানেনা, বুঝেনা অথবা জেনে বা বুঝেও বলেনা যে, সকল সময় সবার জন্য সব নয়। ক্লাস সিক্সে পড়তে গেলে অবশ্যই আপনাকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়তে হবে। এই সর্বজন জ্ঞাত সত্যটি কেউ বুঝেও বুঝতে চায়না, জেনেও জানাতে চায়না।

বিঃদ্রঃ ডিজিটাল মার্কেটিং সেক্টরে ক্যারিয়ার গঠণে কারো কোন পরামর্শ বা সহায়তার দরকার হলে অবশ্যই আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো। পেশাগত ব্যস্ততার কারণে তাৎক্ষণিক রেসপন্স না করলেও দেরিতে হলেও অবশ্যই সাড়া দিবো, ইনশাআল্লাহ।

স্কিল ডেভলপমেন্ট এবং ক্যারিয়ার গঠণ বিষয়ক আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজ লাইক দিতে পারেন এবং ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন।

Leave a Comment